Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

ক্রঃ নং

সেবার ধরন

সেবা গ্রহনকারী

সেবার বিবরণ

সেবার মূল্য

সেবা প্রদানের স্থান

সেবা প্রদানের সময়সীমা

০১

ভিজিডি কাযক্রম

হতদরিদ্র ও দুঃস্থ গ্রামীন মহিলা

২৪ মাস মেয়াদী খাদ্য সাহায্য ও আত্নকমসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হয়।

বিনা মূল্যে সেবা প্রদান

জেলা/উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়,নাটোর।

২ বছর

০২

দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা কমসূচি

পল্লী এলাকার দরিদ্র গভবতী মা।

প্রতিমাসে ৫০০ টাকা হারে ২ বছর মেয়াদে নাটোর জেলায় ৭ টি ইউনিয়নে মহিলাদের এই ভাতা প্রদান করা হচ্ছে।

বিনা মূল্যে সেবা প্রদান

 

 

জেলা/উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়,নাটোর।

২ বছর

০৩

মহিলাদের আত্নকমসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ

দুঃস্থ অসহায় মহিলা।

গ্রামীন দরিদ্র ও নিম্ন আযের মহিলাদের আত্নকমসংস্থানের উদ্দেশ্যে ৫০০০/-থেকে ১৫,০০০/- টাকা পযন্ত ক্ষুদ্র প্রদান করা হয়।

৩০০/- টাকা মূল্যের নন্ জুডিশিয়াল স্ট্যাম্প

জেলা/উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়,নাটোর।

 

০৪

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও পাচার রোধ

নির্যাতিত নারী ও শিশু

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পযায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইন গত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে

বিনা মূল্যে সেবা প্রদান

জেলা/উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়,নাটোর।

 

০৫

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি।

সেবা প্রত্যাসী নারী

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সমিতি সমূহের মধ্যে এককালিন অনুদান বিতরণ করা হয়।

প্রতি বছর নবায়ন ফি ৫০০/-

জেলা/উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়,নাটোর।

 

০৬

কমজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল।

পৌরসভা এলাকার দরিদ্র কর্মজীবি দুগ্ধদায়ী মা।

প্রতিমাসে ৫০০/-টাকা হারে ২ বছর মেয়াদে নাটোর পৌরসভায় ৯৫০ জন মহিলাকে এই ভাতা প্রদান করা হচ্ছে।

বিনা মূল্যে সেবা প্রদান

জেলা/উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়,নাটোর।

২ বছর

০৭

যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ

দুঃস্থ ও অসহায় মহিলা।

যৌতুক,বাল্য বিবাহ রোধ কল্পে উপজেলা পর্যায়ে নিয়মিত সভা ও উঠান বৈঠক করা হয়।

বিনা মূল্যে সেবা প্রদান

জেলা/উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়,নাটোর।

 

 

 

 

০৮

ওসিসি নাটোর।

সেবা প্রত্যাসী নারী

নিযাতিত মহিলাদের চিকিৎসা সেবা প্রদান।

বিনা মূল্যে সেবা প্রদান

আধুনিক সদয় হাসপাতাল,নাটোর।

 

 

 

 

09

উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ 

সেবা প্রত্যাসী নারী

3 তিন মাস মেয়াদে 2 টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিনা মূল্যে সেবা প্রদান

জেলা/উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়,নাটোর।